ঈমান/আক্বীদা

কাফির-মুশরিকদের চরিত্র কেমন?

প্রশ্ন : কাফির-মুশরিকদের চরিত্র কেমন? 

উত্তর : ধন্যবাদ আপ্নাকেম কাফির হলো—যারা আল্লাহর আয়াতকে স্বীকার করে না। আল্লাহর ঈমানকে যারা মানে না—তারা কাফির, অথবা আল্লাহর পক্ষ থেকে দেওয়া যেকোনো বিধানকেই যে স্বীকার করল না, সে কাফির। মুশফিরক যারা, তারা মুমিনও হতে পারে, কিন্তু শিরক করে। যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সমতুল্য মনে করে। তারা ঈমান এনেও মুশরিক হয়, যেহেতু তারা শিরক করে। আমাদের চারপাশে এমন মানুষ আছে। যারা মুসলিম হয়েও দরগা পূজা করে, গাছপালা পূজা করে। আর, মুনাফিক হলো—যারা প্রকাশ্যে ইসলাম নিয়ে কথা বলে, কিন্তু নিজের মনে অন্যটা ধারণ করে। এরা মনে মনে কুফরি লালন করে। এটা হলো মৌলিক কথা। এটা নিয়ে দীর্ঘ কথা আছে। এদের বাইরের সঙ্গে ভেতরের দিকে আরেক। এরা আসলে মিথ্যুক। এদের চারিত্রিক দিক নিয়ে আলোচনা করা অনেক সময়ের ব্যাপার।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

মন্তব্য করুন

Back to top button