ঈমান/আক্বীদা
মহসিন হতে কেমন গুণাবলী থাকতে হয়?
প্রশ্ন : মহসিন হতে কেমন গুণাবলী থাকতে হয়?
উত্তর : মহসিন সম্পর্কে জানতে চেয়েছে আপনি। এ ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন, যারা দুঃখ-কষ্ট ও সুখ—দুই অবস্থাতেই আল্লাহর রাস্তায় খবর করেন, এটা মহসিনের প্রথম বৈশিষ্ঠ। যখন আপনার সামর্থ্য থাকে, তখন তো দিলেনই; কিন্তু, যখন কষ্টে আছেন, তখনও যদি দান করেন, তাহলে মহসিনের বৈশিষ্ট্য আমার মধ্যে আছে। আবার, রাগকে দমন করাটাও মহসিনের বৈশিষ্ট্য। এটা অন্যতম একটি দিক। এরপর লোকদের ক্ষমা করে দিতে পারাটাও মহসিনের গুণ। এগুলো হলো মহসিনের কাজ। এগুলোর পাশাপাশি যিনি আল্লাহর সব বিধান মেনে ইবাদত করেন, তিনি হলেন মহসিন।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।