ঈমান/আক্বীদা
জাদুবিদ্যার চর্চা করা কি শিরক?
প্রশ্ন : জাদুবিদ্যার চর্চা করা কি শিরক? এসব কাজের পর কি জান্নাতে যাওয়া যায়?
উত্তর : ধন্যবাদ আপনাকে। জাদুবিদ্যার চর্চাকারী জান্নাতে যেতে পারবে কি না এই প্রসঙ্গ তো পরে। এর আগে আপনাকে জানতে হবে জাদুবিদ্যার নিয়ে ইসলামের হুকুম কি। তারপর আসবে জান্নাতের ব্যাপারে। এ ব্যাপারে বলব, জাদুবিদ্যা, জাদুবিদ্যার চর্চাকারী কিংবা জাদু শেখা এসব কিছুই ইসলামে হারাম। এসব করা একেবারেই জায়েজ নেই। এসব করা মানে কুফরি করা। এর মাধ্যমে কোনো ব্যক্তি যদি ঈমানদারও হন তার সব আমল শেষ হয়ে যাবে। এগুলো কুফরি ও শিরক। সে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বিতাড়িত হয়ে যাবে। এটা নিয়ে পৃথিবীর কোনো আলেমদের মধ্যে দ্বিমত নেই। আল্লাহ এটাকে কুফরি হিসেবে আখ্যায়িত হয়েছে। তাই এসব করা ইসলামে পুরোপুরি হারাম।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।