ঈমান/আক্বীদা

কেউ কুফরি করলে তার ঈমানের অবস্থা কেমন হবে?

প্রশ্ন : আমার প্রশ্ন হলো, কোনো হাফেজ যদি কুফরি করে তার ঈমানের অবস্থা কেমন হবে? 

উত্তর : কোনো হাফেজ যদি কুফরিই করে থাকে তাহলে ঈমান নিয়ে কোনো কথা থাকতে পারে না। যদি তাঁর ঈমান যদি থাকতো তাহলে সেই ব্যক্তি কুফরি করতে পারতো না। যার ঈমান আছে সে কুফরি করে না। তাই তার ঈমানের অবস্থা তো দূরে তার যে ঈমান নেই সেটাই বুঝা যায়। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। কুফরি বড় জঘন্য অপরাধ।

প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আরও দেখুন:  মানুষের ঈমান মজবুত করতে কী করা উচিত?

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button