বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া
সূদী অর্থ সমাজকল্যাণমূলক কাজে ব্যবহার করা যায়। এক্ষণে এ উদ্দেশ্যে পিতার জমাকৃত টাকা নতুনভাবে ব্যাংকে রেখে লভ্যাংশ গ্রহণ করা জায়েয হবে কি?
এ কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ বাধ্যগত অবস্থায় ব্যাংকে টাকা রাখার কারণে প্রাপ্ত সূদ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যেই প্রাপ্ত লভ্যাংশ সমাজকল্যাণ খাতে ব্যয় করার অনুমতি রয়েছে। যার মাধ্যমে নেকী অর্জনের কোন সুযোগ নেই। এক্ষণে ইচ্ছাকৃতভাবে সমাজকল্যাণে ব্যয় করার লক্ষ্যে ব্যাংকে রেখে সূদ গ্রহণ করলে গুনাহগার হ’তে হবে। রাসূল (ছাঃ) বলেন, ﻣَﻦْ ﺟَﻤَﻊَ ﻣَﺎﻟًﺎ ﺣَﺮَﺍﻣًﺎ ﺛُﻢَّ ﺗَﺼَﺪَّﻕَ ﺑِﻪِ ﻟَﻢْ ﻳَﻜُﻦْ ﻟَﻪُ ﻓِﻴﻪِ ﺃَﺟْﺮٌ، ﻭَﻛَﺎﻥَ ﺇِﺻْﺮُﻩُ ﻋَﻠَﻴْﻪِ ‘যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করল এবং তা দ্বারা ছাদাক্বা করল। তার জন্য কোন নেকী নেই। বরং এর গোনাহ তার উপরেই বর্তাবে’
(ছহীহ ইবনে হিববান হা/৩৩৫৬, ছহীহুত তারগীব হা/৮৮০) ।