বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

হাইকোর্টের বিচারপতিগণকে ‘মাই লর্ড’ বলে মম্বোধন করা কি জায়েজ?

এটি গোলামী যুগে এদেশে ইংরেজদের চালুকৃত একটি আদালতী পরিভাষা। এটি ইংল্যান্ডে সম্মানসূচক সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন Oxford ডিকশনারীতে বলা হয়েছে, My Lord : (in Britain) a title of respect used when speaking to a judge, bishop or some male members of the nobility (people of high social class).
অর্থাৎ বৃটেনে ‘মাই লর্ড’ বলতে বিচারক, বিশপ এবং উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন পুরুষের প্রতি সম্মানসূচক সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয়’। সুতরাং বিচারককে সম্মানসূচক সম্বোধনের ক্ষেত্রে ‘মাই লর্ড’ বলা ইংল্যান্ডের পরিভাষায় দোষণীয় নয়। লর্ড শব্দটি ইংরেজরা গড-এর ক্ষেত্রেও ব্যবহার করে থাকেন (ঐ) । অতএব এ জাতীয় দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার করা থেকে বেঁচে থাকাই উত্তম। এক্ষেত্রে ‘মহামান্য বা মাননীয় বা বিজ্ঞ আদালত’ বলা যেতে পারে।

মন্তব্য করুন

Back to top button