হাদীছ গ্রন্থ
বই: তাহক্বীক্ব মিশকা-তুল মাসা-বীহ (১ম-৪র্থ খণ্ড)
মিশকাতুল মাসাবীহ উপমহাদেশের অন্যতম জনপ্রিয় হাদীস সংকলন গ্রন্থ। এটি রচনা করেছেন আল্লামাহ ওয়ালীউদ্দীন মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ওরফে খতীব তাবরেযী। এটির ব্যাখ্যা গ্রন্থ “মিরআতুল মাফাতীহ শারহু মিশকাতুল মাসাবীহ” । যেটি রচনা করেছেন উবায়দুল্লাহ মুবারকপুরী। হাদীস একাডেমী প্রকাশিত অত্র গ্রন্থে হাদীসগুলোর তাহক্বীক প্রধানত শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ) এর তাহক্বীক মিশকাতুল মাসাবীহ থেকে নেয়া হয়েছে। মিশকাতের বিখ্যাত শরাহ গ্রন্থ “মিরআতুল মাফাতীহ” হতে ব্যাখ্যা যুক্ত করা হয়েছে।
ডাউনলোড:
Tahkik_Mishkatul_Masabih_Part-01.pdf | 28.9 MB | Tahkik_Mishkatul_Masabih_Part-02.pdf | 27.6 MB | Tahkik_Mishkatul_Masabih_Part-03.pdf | 28.4 MB | Tahkik_Mishkatul_Masabih_Part-04.pdf | 36.4 MB |
Zajakallah
MIRKATUL MAFATIH BANGLA HOYECEKI
jajakallahu khairon
আসসালামুআলাইকু। মিরকাতুল মাফাতিহ মুল কিতাবএর দাম ক?
আমিও খুব উপকৃত হলাম
Ai website theke ami khub upokito hoiceaci,jajakallah khear
ফাতহুল বারী এর বাংলায় অনুবাদ করা হয়নি?
আমাদের সংগ্রহে নেই।
মন্তব্য…এই ওয়েব সাইট ইসলামের প্রচার ও প্রসারে ভূমিকা রাখবে