হাদীছ গ্রন্থ

বই: সুনানু নাসাঈ শরীফ (ইসলামিক ফাউণ্ডেশন; ১ম-৪র্থ খণ্ড)

সিহাহ সিত্তাহর হাদীস গ্রন্থসমূহের মধ্যে সুনানু নাসাঈ শরীফ অন্যতম। ইমাম নাসাঈ (৮৩০-৯১৫ খ্রি) এই হাদীস গ্রন্থটি সংকলন করেন। রাসূল (ছাঃ) এর বিশুদ্ধ হাদীস সমূহ সংকলনের উদ্দেশ্যে তিনি আরবের বিভিন্ন অঞ্চল সফর করেন। তাঁর অক্লান্ত পরিশ্রম ও সাধনার ফলশ্রুতিতে অত্র গ্রন্থ সংকলিত হয়। এটির বাংলা অনুবাদ করেছে ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ।

ডাউনলোড:

১০টি মন্তব্য

  1. আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ আমার প্রশ্ন হল কোন মুসলিম তার কাজের ক্ষেত্রে কোন অমুসলিমের একসাথে রুম শেয়ার করা বাঁ খাওয়া দাওয়া করতে পারে এব্যাপারে কোরআন ও সহীহ হাদীসের আলোকে উত্তর দিবেন ইনশাআল্লাহ।

  2. আপনাদের কার্যক্রম গুলো আমার কাছে ভাল লাগে। তবে আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কী আহলে হাদিসদের হয়ে কাজ করেন?? বা জামাতে ইসলামির হয়ে কাজে করেন। দ্বিতীয় কথা হল, আমি আরবি বা উর্দু হতে বাংলা অনুবাদ করতে পারি কিছু কিছু। যদি আপনাদের কাজ থাকে আমাকে বিশ্বাস করে দিতে পারেন।

মন্তব্য করুন

Back to top button