হাদীছ গ্রন্থ

বই: মুয়াত্তা ইমাম মালিক রহ. (ইসলামিক ফাউণ্ডেশন; ১ম-২য় খণ্ড)

মদীনার ইমাম নামে খ্যাত ইমাম মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত “মুয়াত্তা” একটি বিখ্যাত হাদীস গ্রন্থ। হাদীস সংকলনের ইতিহাসে ইমাম বুখারী, মুসলিম প্রমুখ সংকলকের পূর্বেই মুয়াত্তা প্রকাশিত হয়েছিল। ইমাম বুখারীসহ উচ্চ পর্যায়ের হাদীসের হাফেজ ও ইমামগণ এ সংকলনটির ভূয়সী প্রসংসা করেছেন।

ডাউনলোড:

আরও দেখুন:  বই: আল-আদাবুল মুফরাদ (অনন্য শিষ্টাচার)

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button