বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

প্রভিডেন্ট ফান্ডের টাকায় সুদের অংশ থাকে। এটা নেওয়া কি জায়েয? এই টাকা কিভাবে ব্যবহার করব?

সরকার/কোম্পানির পক্ষ থেকে নির্ধারিত বেতনের যে অংশ প্রতি মাসে কেটে নেওয়া হয়, চাকুরী শেষে শুধু সেই অর্থই গ্রহণ করা জায়েয হবে। আর বেতন থেকে সূদের অংশটি আলাদা করে সমাজ কল্যাণে ব্যয় করতে হবে। তবে তাতে নেকীর আশা করা যাবে না। যে কোন মূল্যে সূদ থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের জন্য একান্ত কর্তব্য। কারণ হারাম রূযী দ্বারা পরিপুষ্ট দেহ কখনোই জান্নাতে যাবে না’ (বায়হাক্বী, মিশকাত হা/২৭৮৭; ছহীহাহ হা/২৬০৯)।

১টি মন্তব্য

  1. মন্তব্য…আপনাদের মতের কোনো শেষ নেই, একপক্ষ বলে হালাল কোনো ধরনের সমস্যা নেই আরেক পক্ষ বলে বিলকুল হারাম। এখন সমস্যা হলো আমাদের।

মন্তব্য করুন

Back to top button