নির্বাচিতহাদীছ গ্রন্থ

বই: সুনান ইবনু মাজাহ (১ম-৩য় খন্ড, সম্পূর্ণ)

সুনান ইবনু মাজাহ প্রসিদ্ধ ছয়টি হাদীস গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। হাদীস শাস্ত্রে ইমাম ইবনু মাজাহ’র অন্যতম অবদান এটি। ইমাম ইবনু মাজাহ (রহ) সারাজীবন গভীর সাধনা, নিরবচ্ছিন্ন অধ্যবসায় ও ঐকান্তিক অভিনিবেশের মাধ্যমে হাদীস সংগ্রহ ও লিপিবদ্ধ করেন। এ গ্রন্থে অনেক মূল্যবান হাদীস রয়েছে যা অন্য কুতুবে সিত্তাহতে নেই। গ্রন্থটিতে ইমাম ইবনু মাজাহ ফিকহী মাসআলার তরতীব অনুযায়ী বিন্যস্ত করেছেন।  হাদীসের বিন্যাস পদ্ধতি অনুপম ও অনন্য সাধারণ। সেই সাথে কোন পুন:পুন: হাদীস উল্লেখ করা হয়নি। এর বাব (পরিচ্ছেদ) গুলো দীর্ঘ নয়। এই গ্রন্থটির পূর্ণাঙ্গ তাহকীক সহ অনুবাদ ও প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন্স।

বইগুলো রকমারি ডট কম থেকে কিনতে চাইলে: www.rokomari.com/publisher/923

ডাউনলোড:

Sunan_ibnu_majah_01.pdf 40.4 MB
Sunan_ibnu_majah_02.pdf 34.7 MB
Sunan_ibnu_majah_03.pdf 39.3 MB

১টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button