বই: ইসলামী বিশ্বকোষ (১ম-৬ষ্ঠ ও দ্বাদশ খণ্ড)
বিশ্বকোষ বিশ্বের সকল জ্ঞানের ভাণ্ডার। সেই অর্থে ইসলামী বিশ্বকোষ হইল ইসলাম সম্পর্কিত বিভিন্নমুখী জ্ঞানের ভাণ্ডার। ইসলামের ব্যাপক বিষয় ইসলামী বিশ্বকোষের অন্তর্ভুক্ত। ইসলাম সীমিত অর্থে কোন ধর্মমাত্র নহে, বরং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। একটি অনুপম জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম বিশ্বকে উপহার দিয়েছে একটি নৈতিক মানদণ্ড। ইসলামের বৈচিত্ৰ্যময় ইতিহাসে আমরা পেয়েছি জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধনা উজ্জল অসংখ্য মহৎ ব্যক্তিত্ব। সভ্যতার ইতিহাসে ইসলামের স্থান সকল কিছুর শীর্ষে। জীবন ও ইতিহাসের প্রতিটি স্তরে এবং সৃষ্টির প্রতিটি বিষয়ে ইসলামের অখণ্ড মনােযোগ রহিয়াছে এবং সেই সঙ্গে রহিয়াছে উহার বিশেষ ভূমিকা ও অবদান। আর সেইজন্যই ইসলামের জ্ঞান-বিজ্ঞানের পরিধি এত ব্যাপক, বৈচিত্ৰ্যময় ও বহুমাত্রিক।
ইসলামের এই ব্যাপক ও বহুমাত্রিক বিষয়সমূহ বাংলাভাষী পাঠকদের সম্মুখে উপস্থাপনের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ১৯৮০ সালে ইসলামী বিশ্বকোষ প্রণয়নের জন্য একটি প্রকল্প গ্ৰহণ করে। অল্প সময়ের মধ্যে দুই খণ্ডে সমাপ্ত সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ প্রণয়ন ও প্ৰকাশ করা হয় । বাংলাভাষী পাঠক সমাজে ইহার ব্যাপক সাড়া ও চাহিদা লক্ষ্য করিয়া পরবর্তী কালে পঁচিশ খণ্ডে বৃহত্তর ইসলামী বিশ্বকোষ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু বিষয়ের ব্যাপকতার কারণে ষোলতম খণ্ড দুই ভাগে এবং চব্বিশতম খণ্ড দুই ভাগে বিভক্ত করিয়া মোট ২৮ খণ্ডে তাহা সমাপ্ত হয়। মাত্র ১৫ বৎসর সময়ের মধ্যে বাংলা ভাষায় সর্ববৃহৎ এই প্রকাশনার কাজটি ২০০০ সালে সমাপ্ত হয় ।
ডাউনলোড:
Islami_Bisshowkosh_Part_01.pdf | 49.2 MB | Islami_Bisshowkosh_Part_02.pdf | 53.8 MB | Islami_Bisshowkosh_Part_03.pdf | 49.7 MB | Islami_Bisshowkosh_Part_04.pdf | 69.2 MB | Islami_Bisshowkosh_Part_05.pdf | 61.1 MB | Islami_Bisshowkosh_Part_06.pdf | 63.2 MB | Islami_Bisshowkosh_Part_12.pdf | 53.8 MB |
৫ম খন্ডের পর বাকীগুলো স্ক্যান করতে কি কোন সমস্যা হচ্ছে? আমরা আশা করছি খুব শীঘ্রই বাকী সবগুলো খন্ড আমরা পেয়ে যাব।
৬ষ্ঠ খন্ড আপলোড করা হয়েছে।
ধন্যবাদ। আজ তো ১২ তম খন্ডও পেলাম।
দোয়া করি, সবগুলো খন্ডই যেন আপনারা দিতে পারেন।
ধন্যবাদ, অনেক ভালো একটি সাইট। আসা করি আরো এগিয়ে যাবে।
জাক,,,ভালোই লাগছে,,,,ইসলামি ভালো একটা ওয়েবসাইট ক্রিয়েট হইচে😊😊😊
খুব ভাল সাইট।
আরো ভাল ভাল কিছু বই আপলোর্ড চাই।
এখানে(ইসলামি বিশ্ব কোষে)নতুন কোনো লেখা যুক্ত করতে পারব???
আর পারলে,কিভাবে????
হাদিস শাস্ত্রে ইমাম বুখারির অবদান এই নিয়ে ইসলামি বিশ্বকোষে কোন অধ্যায় আছে কি
porar khondo golo deben
পর্যায়ক্রমে সম্পুর্ন খন্ডগুলিকি দেওয়া পসিবল? যদি দেওয়া হয় তবে উপকৃত হব।
পর্যায়ক্রমে সবগুলো খণ্ড স্ক্যানিংয়ের কাজ চলছে।
Part 4 is missing !!!
চতুর্থ খণ্ড আপলাড দেওয়া হয়েছে।
Part 4 is missing. could you please update?
চতুর্থ খণ্ড আপলাড দেওয়া হয়েছে।
Thank you so much