ইতিহাস ও জীবনীনির্বাচিত

বই: সীরাতুর রাসূল (ছাঃ)

আশরাফুল মাখলূক্বাত মানবজাতির কল্যাণে প্রেরিত বিধান সমূহ প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহ স্বীয় অনুগ্রহে আদম (আঃ) থেকে মুহাম্মাদ (ছাঃ) পর্যন্ত যুগে যুগে যে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন, তাঁদের মধ্য থেকে মাত্র পঁচিশজন নবীর নাম আল্লাহ পবিত্র কুরআনে উলেলখ করেছেন এবং সত্যের পথে তাঁদের দৃঢ়চিত্ত সংগ্রামের হৃদয়গ্রাহী কাহিনী প্রয়োজন মত কিছু বর্ণনা করে মানবতার সামনে সত্য, ন্যায় ও সুন্দরের অনুপম দৃষ্টান্ত ও অনুসরণীয় মানদন্ড উপস্থাপন করেছেন। এসব কাহিনী এক একটি অবিরাম বিচ্ছুরিত আলোকধারা, যার প্রতিটি কণায় বিকশিত হয় মানবতার সর্বোচ্চ নমুনা। নবী ও রাসূলগণের জীবনালেখ্য জানা ও তা থেকে শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। কিন্তু দুর্ভাগ্যজনক হ’লেও সত্য যে, বাংলাভাষায় এ সম্পর্কে বস্তুনিষ্ঠ ইতিহাস খুবই দুর্লভ।

এই বিষয়ের উপরই লিখিত অসাধারণ বই “সীরাতুর রাসূল (ছাঃ)”। বইটি রচনা করেছেন প্রফেসর আসাদুল্লাহ আল গালিব। বইটি প্রকাশ করেছে হাদীস ফাউন্ডেশন বাংলাদেশ।

 

pdfSiratur_Rasul_(SM).pdf 6.29 MB
Download

আরও দেখুন:  বই: ফতোওয়া আরকানুল ইসলাম

এ সম্পর্কিত আরও পোস্ট

৫টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button