বই: ইসলামী বিশ্বকোষ (১ম-৬ষ্ঠ ও দ্বাদশ খণ্ড)
বিশ্বকোষ বিশ্বের সকল জ্ঞানের ভাণ্ডার। সেই অর্থে ইসলামী বিশ্বকোষ হইল ইসলাম সম্পর্কিত বিভিন্নমুখী জ্ঞানের ভাণ্ডার। ইসলামের ব্যাপক বিষয় ইসলামী বিশ্বকোষের অন্তর্ভুক্ত। ইসলাম সীমিত অর্থে কোন ধর্মমাত্র নহে, বরং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। একটি অনুপম জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম বিশ্বকে উপহার দিয়েছে একটি নৈতিক মানদণ্ড। ইসলামের বৈচিত্ৰ্যময় ইতিহাসে আমরা পেয়েছি জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধনা উজ্জল অসংখ্য মহৎ ব্যক্তিত্ব। সভ্যতার ইতিহাসে ইসলামের স্থান সকল কিছুর শীর্ষে। জীবন ও ইতিহাসের প্রতিটি স্তরে এবং সৃষ্টির প্রতিটি বিষয়ে ইসলামের অখণ্ড মনােযোগ রহিয়াছে এবং সেই সঙ্গে রহিয়াছে উহার বিশেষ ভূমিকা ও অবদান। আর সেইজন্যই ইসলামের জ্ঞান-বিজ্ঞানের পরিধি এত ব্যাপক, বৈচিত্ৰ্যময় ও বহুমাত্রিক।
ইসলামের এই ব্যাপক ও বহুমাত্রিক বিষয়সমূহ বাংলাভাষী পাঠকদের সম্মুখে উপস্থাপনের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ১৯৮০ সালে ইসলামী বিশ্বকোষ প্রণয়নের জন্য একটি প্রকল্প গ্ৰহণ করে। অল্প সময়ের মধ্যে দুই খণ্ডে সমাপ্ত সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ প্রণয়ন ও প্ৰকাশ করা হয় । বাংলাভাষী পাঠক সমাজে ইহার ব্যাপক সাড়া ও চাহিদা লক্ষ্য করিয়া পরবর্তী কালে পঁচিশ খণ্ডে বৃহত্তর ইসলামী বিশ্বকোষ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু বিষয়ের ব্যাপকতার কারণে ষোলতম খণ্ড দুই ভাগে এবং চব্বিশতম খণ্ড দুই ভাগে বিভক্ত করিয়া মোট ২৮ খণ্ডে তাহা সমাপ্ত হয়। মাত্র ১৫ বৎসর সময়ের মধ্যে বাংলা ভাষায় সর্ববৃহৎ এই প্রকাশনার কাজটি ২০০০ সালে সমাপ্ত হয় ।
ডাউনলোড:
Islami_Bisshowkosh_Part_01.pdf | 49.2 MB | Islami_Bisshowkosh_Part_02.pdf | 53.8 MB | Islami_Bisshowkosh_Part_03.pdf | 49.7 MB | Islami_Bisshowkosh_Part_04.pdf | 69.2 MB | Islami_Bisshowkosh_Part_05.pdf | 61.1 MB | Islami_Bisshowkosh_Part_06.pdf | 63.2 MB | Islami_Bisshowkosh_Part_12.pdf | 53.8 MB |
এখানে কি সব খন্ড দেওয়া হয়েছে ! যদি দেওয়া থাকে তাহলে একটু জানাবে . প্লীজ
সব খন্ড দেওয়া হয়নি। অন্যান্য খন্ডগুলো ভবিষ্যতে আসবে ইনশাআল্লাহ।
7, 8,9,10,11 khondo missing. Can it be given
৭ম-১১তম খন্ড কি আর দেয়া হবে না?
বাকি খণ্ডগুলো কবে আপলোড দেওয়া হবে?
সপ্তম থেকে একাদশতম খণ্ড কি আপলোড করা যাবে দয়া করে?
পর্যায়ক্রমে অন্যান্য খণ্ডগুলো আপলোড করা হবে ইনশাআল্লাহ
অনেক ভালো একটি সাইট, এখান থেকে আমি অনেক গুলো ভালো মানের বই পেয়েছি যা আমাকে ইসলামিক ভিডিও বানাতে অনেক সাহায্য করবে। ধন্যবাদ আপনাদের এই প্রচেষ্টার।
কিতাবুল তাওহিদ , ও উসূলুল ঈমান বই দুটি পাওয়া যাবে।
বই: জ্ঞান পিয়াসুর আকাঙ্খা, কিতাবুত তাওহীদের ব্যাখ্যা
https://i-onlinemedia.net/4288
সবগুলো খন্ড কি দেওয়া হয়েছে?
না। স্ক্যান চলছে। পর্যায়ক্রমে দেওয়া হবে ইনশাআল্লাহ।
প্রচু খুশি হয়েছি। মাশআল্লাহ
এত মহত উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ পাক কবুল করুন