দাওয়াত ও জিহাদ

শহীদ কারা?

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন , যে মুসলমান

(১) তার দ্বীনের জন্য নিহত হ’ল, সে শহীদ

(২) যে তার জীবন রক্ষার্থে নিহত হয়, সে শহীদ

(৩) যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয়, সে শহীদ

(৪) যে ব্যক্তি তার পরিবার রক্ষার্থে নিহত হয়, সে শহীদ।[1]

(৫) যে ব্যক্তি মহামারীতে মারা যায়, সে ব্যক্তি শহীদ,

(৬) যে ব্যক্তি পেটের পীড়ায় (কলেরা, ডায়রিয়া) মারা যায়, সে শহীদ,

(৭) যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায়, সে শহীদ’।[2]

(৮) যে ব্যক্তি মযলূম অবস্থায় নিহত হয়, সে ব্যক্তি শহীদ’।[3]

(৯) যে ব্যক্তি তার ন্যায্য অধিকার রক্ষায় নিহত হয়, সে ব্যক্তি শহীদ’।[4]

 

রাসূল (ছাঃ) অন্যত্র বলেন, আল্লাহ্র রাস্তায় নিহত ব্যক্তি ছাড়াও আরও সাত জন ‘শহীদ’ রয়েছে। তারা হ’ল :

(১) মহামারীতে মৃত (মুমিন) ব্যক্তি

(২) পানিতে ডুবে মৃত ব্যক্তি

(৩) ‘যাতুল জাম্ব’ নামক কঠিন রোগে মৃত ব্যক্তি

(৪) কলেরা বা অনুরূপ পেটের পীড়ায় মৃত ব্যক্তি

(৫) আগুনে পুড়ে মৃত ব্যক্তি

(৬) ভূমিধ্বসে মৃত ব্যক্তি ও

(৭) সন্তান প্রসবকালে মৃত মহিলা’।[5]

উল্লেখ্য যে, ঐ সকল মুমিন ব্যক্তি আখেরাতে শহীদের নেকী পাবেন। যদিও দুনিয়াতে তাদের গোসল ও জানাযা করা হবে।

 

শহীদগণ তিন শ্রেণীর:

(১) যারা দুনিয়া ও আখেরাতে শহীদ। এঁরা হ’লেন, কাফিরদের সঙ্গে যুদ্ধে নিহত মুমিন ব্যক্তি,

(২) আখেরাতে শহীদ। তারা হ’লেন উপরে বর্ণিত অন্যান্য শহীদগণ,

(৩) দুনিয়াতে শহীদ, আখেরাতে নয়। তারা হ’ল : যুদ্ধের ময়দানে গণীমতের মাল আত্মসাৎকারী অথবা জিহাদ থেকে পলাতক অবস্থায় নিহত ব্যক্তি’।[6]

 

 


 

[1] তিরমিযী হা/১৪২১, আবুদাঊদ, নাসাঈ, মিশকাত হা/৩৫২৯ ‘ক্বিছাছ’ অধ্যায়।

[2] মুসলিম, মিশকাত হা/৩৮১১, ছহীহুল জামে‘ হা/৬৪৪৯।

[3] আহমাদ, ছহীহুল জামে‘ হা/৬৪৪৭।

[4] আবু ইয়া‘লা হা/৬৭৭৫; সনদ হাসান।

[5] আবুদাঊদ, নাসাঈ, মিশকাত হা/১৫৬১; সনদ ছহীহ।

[6] ফিক্বহুস সুন্নাহ ৩/৯১।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

২টি মন্তব্য

  1. প্রপ্রশ্নটা হলো শহীদদের মর্যাদা হতে হলে নামাযী হতে হবে কিনা অথবা বেনামাযী হিন্দু উল্লেখিত কারণে মারা গেলে শহিদ হবে কি না ?

মন্তব্য করুন

Back to top button