হারাম উপার্জনকারী আত্মীয়-স্বজনের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি?
স্পষ্ট ও শুধুমাত্র হারাম উপার্জনকারী আত্মীয়-স্বজনের বাড়িতে দাওয়াত খাওয়া থেকে বিরত থাকা কর্তব্য। তবে রাসূল (ছাঃ) ইহুদীর বাড়ীতে দাওয়াত খেয়েছেন (আবুদাঊদ, মিশকাত হা/৫৯৩১)। সে হিসাবে আত্মীয়তার হক আদায়ের উদ্দেশ্যে তার বাড়ীতে যাওয়া ও খাওয়া যেতে পারে তাকে হারাম থেকে বিরত থাকার উপদেশ দেওয়ার জন্য। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা অবশ্যই সৎকাজের আদেশ দিবে এবং অন্যায় কাজে নিষেধ করবে। নইলে সত্বর আল্লাহ তোমাদের উপর গযব প্রেরণ করবেন। আর তখন তোমরা দো‘আ করবে। কিন্তু তা কবুল করা হবে না (তিরমিযী, মিশকাত হা/৫১৪০)।
ইবনে মাসঊদ (রাঃ) বলেন, তার নিকটে জনৈক ব্যক্তি এসে বলল, আমার একজন প্রতিবেশী আছে যে সূদ খায় এবং সর্বদা আমাকে তার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত দেয়। এক্ষণে আমি তার দাওয়াত কবুল করব কি? জওয়াবে তিনি বললেন, ‘তোমার জন্য এটি বিনা কষ্টের অর্জন এবং এর গোনাহ তার উপরে’ (মুছান্নাফ আব্দুর রাযযাক হা/১৪৬৭৫, ইমাম আহমাদ আছারটি ‘ছহীহ’ বলেছেন; ইবনু রজব হাম্বলী, জামেঊল উলূম ওয়াল হিকাম (বৈরূত : ১৪২২/২০০১), ২০১ পৃঃ)
ইসলামী যাকাত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চাই? যাকাত কখন ফরজ হয়, কিভাবে আদায় করব এবং ব্যবহৃত স্বর্ণালঙ্কারে যাকাতের হুকুম কি ?
এখানে দেখুন:
http://i-onlinemedia.net/archives/9190
Milader por bivinno khabar bitoron kora hoy.ta khoa ki thik?asara kao birthday te invite korle onicca krito vabe ta receive kora thik?zodi sekhane receive kora sara onno opay na thake.Please bolun.
এগুলো থেকে বিরত থাকতে হবে।
Kono lok zodi amake bida-ate onoshthane zaoar zonno invite kore jamon milat a zaoar zonno invite kore tobe amar ta receive kora thik hobe ki?
ঠিক হবে না।
যে কোন ব্যাংক এ(ইজ্ঞিনিয়ার বা টেকনিসিয়ান পদে) চাকুরি করা কি জায়েজ হবে?
আপনার প্রশ্নের উত্তর দেখুন:
http://i-onlinemedia.net/archives/6574
আচ্ছালামু আলাইকুম আমার প্রশ্ন হলো প্রশ্ন:মারেফাত কি এবং এখানে কি শরিয়ত অপেক্ষা উত্তম কিছু আছে ?