বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া
কুরবানীর জন্য নিখুঁত পশু ক্রয়ের পর খুঁৎ হলে করনীয় কি?
কুরবানীর জন্য নিখুঁত পশু ক্রয়ের পর খুঁৎ হলে বা পুরনো দোষ বেরিয়ে আসলে উক্ত পশু দ্বারাই কুরবানী জায়েয হবে (মির’আত ২/৩৬৩; ফিকহুস সুন্নাহ ১/৭৩৮ পৃঃ; বিস্তারিত দেখুন: মাসায়েলে কুরবানী পৃঃ ৬)।