বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

মৃত ব্যক্তির জন্য দো’আ করার উদ্দেশ্যে দাওয়াত খাওয়ানো কি শরী’আত সম্মত?

প্রশ্ন: আমরা মৃত ব্যক্তির জন্য দো’আ করার উদ্দেশ্যে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও মৌলবী-মাওলানাদের দাওয়াত খাইয়ে থাকি। এরুপ কাজ কতটুকু শরী’আতসম্মত?

উত্তর: এরুপ কাজ শরী’আত পরিপন্থী। নেকীর উদ্দেশ্যে মৃতব্যক্তির নামে এসব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হিন্দুদের “শ্রাদ্ধ” অনুষ্ঠানের অনুকরণে মুসলিম সমাজে চালু হয়েছে, তা নিঃসন্দেহে বিদ’আত। বরং মৃত ব্যক্তির নামে কোন স্থায়ী ছাদাক্বা করা উচিত, যা ক্বিয়ামত পর্যন্ত মৃতের জন্য নেকীর কারণ হয়। আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কেবল ৩টি আমল ব্যতীত। (১) ছাদক্বায়ে জারিয়াহ (২) এমন ইলম, যার দ্বারা জনগণের জন্য কল্যাণ সাধিত হয় এবং (৩) সুসন্তান, যে তার জন্য দো’আ করে [১]।

১. মুসলিম, মিশকাত হা/২০৩ ইলম অধ্যায়।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

২টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button