বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

কোন কোন ক্ষেত্রে গীবত করা বৈধ?

১। অত্যাচারীর অত্যাচার প্রকাশ করার জন্য।
২। সমাজ থেকে অন্যায় দূর করা এবং পাপীকে সঠিক পথে ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করার জন্য।
৩। হাদীছের সনদ যাচাই করা ও ফত্‍ওয়া জানার জন্য।
৪। মুসলিমদেরকে মন্দ থেকে সতর্ক করা ও তাদের মঙ্গল কামনার ক্ষেত্রে।
৫। পাপাচার ও বিদআতে লিপ্ত হলে তা প্রকাশ করার ক্ষেত্রে।
৬। প্রসিদ্ধ নাম ধরে পরিচয় দেওয়ার ক্ষেত্রে (নববী, রিয়াযুছ ছালেহীন, ২৫৬ অনুচ্ছেদ, পৃঃ ৫৭৫)।

মন্তব্য করুন

Back to top button