বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া
ঘোড়া ও গাধার গোশত খাওয়া কি হালাল?
গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম। তবে, বন্য গাধার গোশত খাওয়া হালাল। ঘোড়ার গোশত খাওয়া হালাল। জাবের (রাঃ) বলেন, খায়বারের যুদ্ধে রাসূল (ছাঃ) গাধার গোশত খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন (বুখারী হা/৫৫২০, মিশকাত হা/৪১০৭)। আসমা (রাঃ) বলেন, আমরা রাসূল (ছাঃ) এর যুগে ঘোড়া যবেহ করেছি এবং গোশত খেয়েছি (বুখারী হা/৫৫১৯)। খাওয়া না খাওয়া রুচির ব্যাপার। কিন্তু শরিয়তের হুকুম অনুযায়ী ঘোড়ার গোশত খাওয়া হালাল (তুহফাতুল আহওয়ায়ী ৫/৪১১, সুবুলুস সালাম ৬/২৪৮, ফাত্হুল বারী ১৫/৪৬৭)। উল্লেখ্য যে, ঘোড়ার গোশত খাওয়া নিষেধ মর্মে আবুদাউদে যে হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ (যঈফ আবুদাউদ হা/৩৭৯০, নাসাই হা/৪৩৩২)।