হারাম/হালাল

তাবিজ ব্যবহার করা নিয়ে ইসলাম কী বলে? 

প্রশ্ন : তাবিজ ব্যবহার করা নিয়ে ইসলাম কী বলে? 

উত্তর : শরীর বন্ধ কিংবা যে কোনো প্রভাব থেকে রক্ষা করার নামে কোনো তাবিজ ব্যবহার করা যাবে না। এখানে রাসুল (সা.) এর কিছু পদ্ধতি আছে সেগুলো অনুসরণ করুন। রাসুল (সা.) আমাদের কোথাও বলেননি তাবিজ ব্যবহার করতে। মানে আপনি তাবিজ দেওয়া মানে উল্টো শয়তানের খপ্পরে পড়ে গেলেন। তাবিজ সম্পর্কে রাসুল (সা.) স্পষ্ট বলেছেন, এইগুলো শিরক। যে কোনো আলেমের সঙ্গে কথা বলে বিভিন্ন সুরা পড়ার নিয়ম জেনে নিতে পারেন। বিভিন্ন সুরা পড়ে নিজেকে নিরাপদ রাখতে পারেন। যেমন—আয়াতুল কুরসি, সুরা বাকারার শেষ অংশসহ এমন অনেক সুরা আছে পড়তে পারেন। সকাল-সন্ধ্যায় এইগুলো পড়তে পারেন।

প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

মন্তব্য করুন

Back to top button