হারাম/হালাল
হারাম টাকায় কেনা বিছানায় ঘুমানো কি হারাম?
প্রশ্ন : হারাম টাকায় কেনা বিছানায় ঘুমানো কি হারাম?
উত্তর : ধন্যবাদ আপনাকে। যিনি হারামভাবে টাকা ইনকাম করেছেন সেটা হারাম। কিন্তু এই হারাম টাকায় আপনি যেটা কিনেছেন সেটা যে হারাম হবে এমন কোনো কথা নেই। হারাম উপার্জনটা হারাম। এখানে বস্তুর সঙ্গে সম্পর্ক নেই। এটি সঠিক নয়। সুতরাং ওই বিছানায় যদি কেউ ঘুমান সেটা হারাম হবে না। এসব নিয়ে ভাবা বাড়াবাড়ি। এমনকি ওই প্রশ্নটাও চূড়ান্ত বাড়াবাড়ি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।