হারাম/হালাল
আইভ্রুতে কাজল দেওয়া কি জায়েজ?

প্রশ্ন : বিয়েতে আইভ্রুতে কাজল দেওয়া হয়, এটা কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আইভ্রুতে মেয়েদের কালো কাজল ব্যবহার করা জায়েজ আছে। সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি আইভ্রুতে মেয়েরা কাজল দিতে চায় তাহলে সেটা দিতে পারবে। এটা না জায়েজ ব্যাপার নয়। তবে উত্তম কাজ হলো, কোনোকিছু ব্যবহার না করা। স্বাভাবিক থাকাটাই উত্তম কাজ। তবে সৌন্দর্য বাড়াতে যদি ব্যবহার করেনও তাহলে সমস্যা নেই। করতে পারবেন।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।