হারাম/হালাল
জমি বন্ধক নিয়ে ইসলামের হুকুম কী?
প্রশ্ন : জমি বন্ধক নিয়ে ইসলামের হুকুম কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জমি বন্ধক নেওয়া ও দেওয়া ইসলামে জায়েজ আছে। কিন্তু এখানে প্রশ্ন আছে। কারণ এখানে আপনি কোন বন্ধকের কথা বলছেন সেটা আসল ব্যাপার। যেমন আমাদের দেশের যেভাবে বন্ধক দেয় সেটা হারাম। এই কট পদ্ধতি হারাম। কিন্তু ইসলামে জমি বন্ধক ও রেহান নেওয়া জায়েজ আছে। প্রচলিত বন্ধক পদ্ধতি সঠিক নয়। সেটি জায়েজ নয়।
প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।