পুরুষেরা সতর ঢেকে খালি গায়ে কোরআন পড়তে পারবে?
প্রশ্ন : পুরুষেরা সতর ঢেকে খালি গায়ে কোরআন পড়তে পারবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। পুরুষেরা শুধু সতর ঢেকে খালি গায়ে বলতে যদি শুধু উপরের অংশ খালি থাকে তাহলে কোনো সমস্যা নেই। এতে কোনো নিষেধাজ্ঞা নেই। আসলে কোরআন তেলওয়াতের সুনির্দিষ্ট কোনো নিয়ম-রীতি দেওয়া হয়নি। যেমন—নামাজে সুনির্দিষ্ট নিয়ম দেওয়া হয়েছে, কিন্তু কোরআন তেলওয়াতে তেমন কোনো রীতি নেই। তবে কোরআন তেলওয়াতে অবশ্যই আদব আছে। তাই শালীনতা বজায় রাখাটাই উত্তম। কারণ কোরআন আল্লাহর কালাম। কোরআনকে অবশ্যই মর্যাদা দিতে হবে। কোরআনের মর্যাদা অনেক। তাই আল্লাহর কালামকে সম্মান মর্যাদা দেখাতে হবে। এর জন্য আমাদের সৌজন্যতা দেখাতে হবে। কারণ আল্লাহর কোরআন পাঠ মানে আল্লাহর সঙ্গে কথা বলা। তাই কোরআন তেলওয়ালের সময় অবশ্যই সম্মান বজায় রাখতে হবে। তাই কোরআন তেলওয়াত সুন্দরভাবে বসে, পোশাক পরেই করাই উচিত।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।