বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

মুমিন ও মুত্তাকির মধ্যে পার্থক্য কী?

প্রশ্ন : মুমিন ও মুত্তাকির মধ্যে পার্থক্য কী?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মুমিন হলো সেই ব্যক্তি যে শুধু ঈমান এনেছে। এর মধ্যে আবার দুটি ভাগ আছে। এক প্রকার হলো—যে ব্যক্তি শুধু মৌখিকভাবে ঈমান স্বীকার করেছে। আর দ্বিতীয় প্রকারের মুমিন হচ্ছে—ঈমানের সব দাবি সে মেনে নিচ্ছে, সব নিয়ম-রীতি পালন করছে। এই প্রকারটা হলো ওপরের লেভেলের। এর মর্যাদা অনেক বেশি। আর মুত্তাকি হলো—ঈমান আনার পাশাপাশি সত্যিকার অর্থে সব প্রকার নিয়ম-নীতি মেনে চলছে। মানে ইসলাম এবং এবং আমলের সব দিকে পাস করে সত্যিকার অর্থে ইবাদত করছেন তিনি হলেন মুত্তাকি।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button