বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

হাত তুলে দোয়া করার দলিল কোথায় পাব?

প্রশ্ন : হাত তুলে দোয়া করার দলিল কোথায় পাব?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বিতরের সালাতের মধ্যে হাত তুলে দোয়া করার বিষয়টি নিয়ে অনেক আমল সাব্যস্ত আছে। অনেকেই হাত তুলে দোয়া পড়েছেন। সাহাবিদের ধরন ছিল এভাবে। অনেকেই দোয়া কুনুত পড়ত। সাহাবিদের আমল দ্বারা এটি প্রমাণিত। এ ছাড়া এটা নিয়ে অনেক হাদিস আছে। একটি খুঁজে দেখলে পেয়ে যাবেন। কিতাবগুলো পড়বেন। এটা নিয়ে একাধিক কিতাব আছে।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

১টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button