বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

মসজিদে না-কি উচ্চ আওয়াজে সালাম দিতে হয়?

প্রশ্ন : মসজিদে না-কি উচ্চ আওয়াজে সালাম দিতে হয়?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মসজিদে সালাম দিলে যে উচ্চ আওয়াজে দিতে এমন কোনো বিধান নেই। মসজিদে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করতে হয়। এটা নিয়ম। মসজিদের আদব হচ্ছে মসজিদের দোয়া পড়ার পর সালাম দিয়ে প্রবেশ করা। এটা স্বাভাবিক নিয়মে সালাম। এখন আপনি উচ্চ আওয়াজে দেওয়ার দরকার নেই যে সবাইকে শুনতে হবে। আপনি স্বাভাবিকভাবেই দেবেন। এটা যদি কেউ শুনেন তিনি সালামের উত্তর দেবে। এ ছাড়া এত কঠিন কিছু নেই। উচ্চ আওয়াজে সালাম দিতে হবে এমন কোনো কথা নেই।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

মন্তব্য করুন

Back to top button