বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

কত বছর পড়লে কোরআনের ভাষা অর্থসহ বোঝা যায়? 

প্রশ্ন : সাধারণ ছেলেরা কত বছর পড়াশুনা করলে কোরআনের ভাষা অর্থসহ বুঝবে?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জেনারেল লাইনের ছেলেরা ঠিকমতো তিন বছর পড়লে কোরআনের ভাষা যথার্থ বুঝতে পারবে। যথাযথভাবে বুঝে পড়তে পারবে। এক্ষেত্রে তিন বছর ভালো করে পড়লে সে পারবে। অবশ্যই একাগ্রতা থাকতে হবে, মনোযোগ থাকতে হবে, শুধু এলে-গেলে হবে নাভ। অবশ্যই দৃঢ়তা থাকতে হবে। কোরআনে ভাষা সহজ। কিছু কথা পুনরায় অনেকবার থাকে। তাহলে এটা তিন বছরে সম্ভব। কেউ একাগ্রতা নিয়ে পড়লে আরও তাড়াতাড়িও শেষ করতে পারবেন। বর্তমানে অনেককেই দেখেছি আরও কম সময়ে পড়েছেন। এখনে মনোযোগটা গুরুত্বপূর্ণ। সেটা ঠিক থাকলে অবশ্যই পারবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

মন্তব্য করুন

Back to top button