বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া
আজানের দোয়া হাত তুলে করব না কি মুখে বলব?
প্রশ্ন : আজানের দোয়া হাত তুলে করব না কি মুখে বললেই হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আজানের পর যেই দোয়া আছে সেটা হাত তুলে করতে হবে এমন কোনো বিধান আসেনি। এই দোয়া আপনি মুখে পড়লেই হবে। কেননা, রাসুল (সা.) এই দোয়া হাত তুলে করেননি। তাই এখানে হাত তুলে না করাটাই হলো সুন্নাহ। যেহেতু রাসুল (সা.) হাত তুলেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই না তোলাটাই উচিত। আপনি মুখে পড়লেই হবে। এ ক্ষেত্রে প্রথমে আজানের পর আপনি দুরুদ পড়বেন। এরপর দোয়া পড়বেন। এটাই রীতি। সুতরাং কেউ যদি আজানের দোয়া পড়েন তাহলে আগে দুরুদ পড়বেন তারপর আজানের দোয়াটি পড়বেন। এতে হাত তোলার দরকার নেই।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।