বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

লোক দেখানো ইবাদত বলতে কী বোঝায়?

প্রশ্ন : লোক দেখানো ইবাদত বলতে কী বুঝায়? এ ব্যাপারে অনেকের জানা নেই। তাই জানতে চাওয়া।

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটি অনেক দীর্ঘ আলোচনার ব্যাপার। লোক দেখানো ইবাদতের ধরন মূলত দুটিতে বুঝা যায়। একটি হলো, আপনি ইবাদত করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন—এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানালেন কিংবা দেখালেন। কিংবা মানুষের সুনামের জন্য করছে। যেমন মানুষ ভাবল, লোকটা নামাজ পড়ে ভালো মানুষ ইত্যাদি। এইগুলো পুরোপুরি শিরক। আপনার পুরো ইবাদতটাই শিরক। এখানে আপনার সওয়াব তো হবেই উল্টো গুনাহগার হবেন। এটার মানে হলো, আপনি সরাসরি শিরকে লিপ্ত হচ্ছেন। এর কোনো ধরনের সওয়াব নেই। দ্বিতীয়ত, আপনি ইবাদত করছেন কিন্তু এর ফাঁকে আপনার মনের মধ্যে এমন এক অবস্থা তৈরি হচ্ছে যে আমি যে ইবাদত করছি তাতে মানুষ কি বলে। যেমন—আপনি নামাজ পড়ানোর পর কাউকে জিজ্ঞাস করলেন নামাজটা কেমন হলো। কিংবা কোথাও বক্তব্য দিলেন। বক্তব্য শেষে জিজ্ঞাসা করছেন, কেমন বক্তব্য দিলেন। এটার মানে হলো আত্মসন্তুষ্টি। আপনি আল্লাহর সন্তুষ্টির কথা চিন্তা না করে আপনি নিজের সন্তুষ্টির জন্য করলেন। এটা হলো রিয়া। এতে আপনি মুশরিক হবেন না। তবে আপনার ওই ইবাদতটুকু নষ্ট হয়ে যাবে। সেই আমল টুকু আর যুক্ত হবে না আমলনামায়। এ ছাড়াও আরও অনেক আলোচনা আছে। এটা অনেক বড় একটি আলোচনার ব্যাপার।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button