কারো জন্য দোয়া করলে কি তাকে বলা যাবে?
প্রশ্ন : কারো জন্য দোয়া করলে কি তাকে বলা যাবে?
উত্তর : কারো জন্য দোয়া করা জায়েজ। দোয়া করে তাকে বলাও জায়েজ আছে। কিন্তু বলার ক্ষেত্রে দুটি জিনিস আছে। বলার উদ্দেশ্য যদি এমন হয় যে, দোয়া করে তার কাছ থেকে কিছু নেওয়া। তাহলে দোয়া আর হবে না। বলার উদ্দেশ্য যদি আবার হয় তার ওপর অনুগ্রহ প্রকাশ করা। তখনও আপনার দোয়া নষ্ট হবে। দ্বিতীয়ত হলো, দোয়া করার মাধ্যমে আপনি যদি বুঝান যে আপনি আল্লাহর খুব কাছের। ভাব এমন হয় যে, আপনি অনেক বিশেষ কিছু। তাহলেও আপনার দোয়া বরবাদ হবে। রাসুল (সা.) বলেছেন, ঈমানদার ব্যক্তিগন তাদের ভাইদের জন্য পেছন থেকে দোয়া করবেন। তাদের অজান্তে দোয়া করবেন। তাহলে ফেরেশতারাও তার জন্য দোয়া করবে। তাই অজান্তে দোয়া করাটাই উত্তম। তবে বলতে পারেন। শুধু কোনো উদ্দেশ্য না থাকলেই হলো। না জায়েজ কিছু নয় এটা।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।