বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া
গর্ভকালীন সময়ে কোনো সুতা ব্যবহার করা কি জায়েজ?
প্রশ্ন : গর্ভকালীন সময়ে আমার আত্মীয় পাটের সুতা কোরআনের আয়াত পড়ে শরীরে বেঁধে রাখে। আমার প্রশ্ন হলো, গর্ভকালীন সময়ে এসব সুতা ব্যবহার করা কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। গর্ভপাত থেকে রক্ষার জন্য কোরআনের আয়াত পড়ে কোনো সুতা সাথে রাখা জায়েজ কি না জানতে চেয়েছেন আপনি। না এটি সম্পূর্ণ হারাম এবং শিরক। কোরআনের আয়াতকে এভাবে বেঁধে রেখে তাগা লাগানো পায়ে বা হাতে এসব পুরোপুরো না জায়েজ। এটি নিয়ে কোনো সন্দেহ নেই। এটি নিষিদ্ধ কাজ। যা পুরোপুরি শিরক।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।