ইহকাল-পরকাল
মানুষের মৃত্যু কি শুধু দেহের হয়?
প্রশ্ন : মানুষের মৃত্যু কি শুধু দেহের হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মানুষের মৃত্যু নাফস এবং দেহ দুটিরই সঙ্গেই জড়িত। তবে দেহ থেকে নাফস বা রুহকে পরিপূর্ণভাবে আলাদা করে নেওয়া হয়। মানে দেহ এবং রুহ দুটির ওপরই মৃত্যুটা প্রয়োগ হয়। তাই মৃত্যু মানে শুধু দেহের মৃত্যু নয়। এখানে দুটি বিষয়ই জড়িত কিছু সময়ের জন্য। এ নিয়ে কোনো সন্দেহ নেই।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।