ইহকাল-পরকাল
অসুস্থতা নিয়ে মারা গেলে কেয়ামতের দিন কি তেমনই উঠবেন?
প্রশ্ন : অসুস্থ অবস্থায় মারা গেলে কেয়ামতের দিন কি তেমনই উঠবেন?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মানুষ যে অবস্থায় মারা যাবেন কেয়ামতের দিন ঠিক সেই অবস্থাতেই উঠবেন। যেভাবে মারা যাবেন কবর থেকে সেভাবেই উঠবেন। তবে আল্লাহ হাশরের ময়দানে মানুষের অবস্থান পাল্টে দেবেন। এই অবস্থান নির্ধারণ করা হবে ব্যক্তির আমলের ওপর নির্ভর করে। ব্যক্তি কেমন আমল করেছেন তেমন পরিবর্তন হবে। এ ছাড়া কবর থেকে ওঠার ব্যাপারটি আলাদা। এক্ষেত্রে যেভাবে মারা যাবেন সেভাবেই পুনরায় উঠবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।