ইহকাল-পরকাল
জান্নাতে কোন পাখির গোশত খাওয়ানো হয়?
প্রশ্ন : জান্নাতে কোন পাখির গোশত খাওয়ানো হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জান্নাতে পাখির গোশত খাওয়ানো হয় কি না, কিংবা কোন পাখির গোশত খাওয়ানো হয় এসব জানার চেয়ে কীভাবে জান্নাতে যাওয়া যায় সেটা নিয়ে ভাবুন। সেটার চেষ্টা করবেন। এসব আসলে অতি দরকারি বিষয় নয়। সাহাবীরা এসব জানতে চাননি। এসব হলো অহেতুক প্রশ্ন। জান্নাত এমন জায়গা যেখানে কিছুর অভাব নেই। সেরা আয়োজনই হবে সেখানে। ওই স্বাদের সঙ্গে তো পৃথিবীর কোনো তুলনা হয় না। সেটা আমরা উপলব্ধিও করতে পারব না। তাই বলব, এসব নিয়ে না ভেবে কীভাবে জান্নাতে যাওয়া সেসব নিয়েই ভাবাই উত্তম কাজ।
প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।