ইহকাল-পরকাল

পুলসিরাত সহজে পার হওয়ার কোনো আমল আছে কি?

প্রশ্ন : পুলসিরাত সহজে পার হওয়ার কোমো আমল আছে কি?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অনেকে মনে করেন—নির্দিষ্ট কিছু দোয়া পাঠ করলেই বুঝি পুলসিরাত পার হওয়া যায়। এ ব্যাপারটি সঠিক নয়। এটি শুধু নির্দিষ্ট আমলের সঙ্গে জড়িত নয়। সব ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে পুলসিরাত। তবে, অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, যাতে পুলসিরাত পার হওয়া সহজ হয়ে ওঠে। কেউ যদি মনে করেন—কিছু দোয়া পড়লেই হবে, দোয়া পড়েই আপনি পুলসিরাত পার হতে পারবেন বলে মনে করেন, এটি একেবারেই ভ্রান্ত ধারণা। আপনার যদি অন্য আমল ঠিক না থাকে, তাহলে শুধু দোয়া পড়েই পুলসিরাত পার হবেন—এটা একেবারেই ভুল ধারণা। এটি সব আমলের সঙ্গে জড়িত। শুধু দোয়া পড়ে পুলসিরাত পার হওয়া যায় না।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

মন্তব্য করুন

Back to top button