মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর অপেক্ষা করতে হয় কি?
প্রশ্ন : মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর কিছুক্ষণ কি কবরের পাশে থাকা উচিত?
উত্তর : রাসুল (সা.) এ ব্যাপারে বলেছেন, তোমরা অপেক্ষা করো যতক্ষণ, একটি উট জবাই করে উটটি বানাতে যতটুকু সময় লাগে ততক্ষণ। এটা হতে পারে আধা ঘণ্টা কিংবা আরো বেশি। এ ছাড়াও রাসুল (সা.) বলেছেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য অপেক্ষা করো, তার জন্য দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো। কারণ তখন তাঁকে জিজ্ঞাসা করা হবে। এ জন্য মূলত এটিকে রাসুল (সা.) মুয়ানাসা হিসেবে দেখেছেন। এর মানে হচ্ছে, কিছুটা সময় তাকে দেওয়া। এতে মানুষের আবেগ প্রশমিত হবে। ধুমধাম করে কবর দিয়েই চলে যাওয়াটা শুধু উচিত নয়। সুতরাং কিছু বিষয় মানা উচিত। এতে করে মানুষের অন্তর নরম হয়। এতে প্রশান্তিও মিলতে পারেন। এই জন্য রাসুল (সা.) চেয়েছেন মৃত ব্যক্তির আপনজন কিছুক্ষণ কবরের পাশে অপেক্ষা করুক।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।