বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া
আকিকাতে কি খাসি জবাই করা বাধ্যতামূলক?
প্রশ্ন : ছেলের আকিকাতে কি খাসি জবাই করা বাধ্যতামূলক?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ছেলের আকিকাতে আপনাকে খাসিই জবাই করতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে বকরিও দিতে পারেন। এখানে খাসি বাধ্যতামূলক নয়। আপনি দিতে পারেন নিজের মতো। তবে খাসি জবাই করাটা ভালো। এটা একটা প্রচলন তৈরি হয়েছে। তাই খাসি দেওয়াটা উত্তম। তবে দিতেই হবে কোনো শর্ত নেই। বকরি দিয়ে করলেও আকিকা হয়ে যাবে। কোনো সমস্যা নেই।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।