ইহকাল-পরকাল

কেয়ামতের দিন ডান হাতে আমলনামা কারা পাবেন?

প্রশ্ন : কেয়ামতের দিন ডান হাতে আমলনামা কারা পাবেন?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি আমলনামা কারা ডান হাতে পাবে সে ব্যাপারে জানতে চেয়েছেন। এ ক্ষেত্রে বলব, যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই ডানহাতে আমল নামা পাবেন। যার নেকি বেশি তারাই এটা সামনে থেকে পাবেন। এটা নিয়ে কোন সন্দেহ নেই।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আরও দেখুন:  পুলসিরাত বলতে কী বুঝায়?

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button