বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

মসজিদে ঈমাম সাহেব কি মেহরাবের ভেতরে দাঁড়াবেন?

প্রশ্ন : মসজিদে ঈমাম সাহেব কি মেহরাবের ভেতরে দাঁড়াবেন? 

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মেহরাব তো মসজিদের ভেতরের জিনিস। দুটিই তো একটি জিনিস। এটি মসজিদের অংশ। এটা বাইরের বিষয় নয়। যারা মনে করেন মেহরাব মসজিদের বাইরের জিনিস তারা ভুল জানেন। এটা সম্পূর্ণ মসজিদের ভেতরের অংশ। যেটাই মেহরাব সেটাই মসজিদ। ঈমামের জন্য জায়গাটাকে একটু বেশি বড় করে দেওয়া হয়েছে। যেটাকে মেহরাব বলে সেটা এখন নেই। আসল মেহরাব আগে ছিল এখন নেই। এখন যেটা সেটা শুধু ঈমামকে আলাদা করে জায়গা দেওয়া হয়েছে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

মন্তব্য করুন

Back to top button