ইহকাল-পরকাল

মৃত ব্যক্তির হয়ে কোরবানি দেওয়ার নিয়ম কী?

প্রশ্ন : মৃত ব্যক্তির হয়ে কোরবানি দেওয়ার নিয়ম কী?

উত্তর : মৃত ব্যক্তির জন্য কোরবানি দেবে না। মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া নিয়ে আলেমদের মধ্যে অনেক দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হলো, যারা জীবিত আছেন তারা নিজেদের পক্ষ থেকে কোরবানি দেবেন। মৃত ব্যক্তির জন্য কোরবানি করা একদল আলেম বলেছেন জায়েজ আবার অনেকে না জায়েজ বলেছেন। এটা নিয়ে দীর্ঘ আলোচনা রয়েছে। যদি কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে করেন তাহলে ছদকা হিসেবে করতে পারবেন। তবে এটা নিয়েও দ্বিমত রয়েছে। কোরবানি মূলত জীবিত মানুষের বিধান। জীবিতরাই কোরবানি করবেন। এটাই সঠিক কাজ।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

মন্তব্য করুন

Back to top button