বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

তাবলিগ শব্দের অর্থ কী?

প্রশ্ন : তাবলিক শব্দের অর্থ কী?

উত্তর : তাবলিক শব্দের অর্থ হলো পৌঁছানো। এটা হলো শাব্দিক অর্থ। কিন্তু বর্তমানে মানুষ মনে করে যেটা সেটা হলো, নির্দিষ্ট একটি গোষ্ঠী নির্দিষ্ট কিছু আকিকা মানুষের কাছে প্রচার করছেন। এটাকে দাওয়াতি কাজ হিসেবে এখন ধরছে এখন। যেটা আগে ছিল না। এটা পরে শুরু হয়েছে। আগের প্রেক্ষাপট একরম ছিল এখন আরেকরকম প্রেক্ষাপট। এতে এই ব্যাপারটিতে বিশাল পরিবর্তন এসেছে। এটা দীর্ঘ আলোচনার বিষয়।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আরও দেখুন:  পেশায় নাবিক হওয়ায় আমাকে এক বছরের জন্য জাহাযে যেতে হয়। জাহাযে ছিয়াম পালন আমার জন্য খুবই কষ্টকর। এ অবস্থায় ফরয ছিয়াম পালন থেকে বিরত থাকা ও নিয়মিতভাবে ছালাত ক্বছর করা যাবে কি?

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button