ইহকাল-পরকাল
যে যত বড় আলেম জান্নাতে কি তাঁর মর্যাদা তত বেশি?

প্রশ্ন : যে যত বড় আলেম জান্নাতে কি তাঁর মর্যাদা তত বেশি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানতে চেয়েছেন—যে যত বড় আলেম জান্নাতে কি তাঁর মর্যাদা বেশি হবে কি না? এটি আল্লাহই ভালো জানেন। জান্নাতে আলেমদের ওপর মর্যদা নির্ভর করবে না। যার তাকওয়া যত বেশি সে তত বেশি মর্যাদা পাবেন। যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি তাকওয়া সম্পূর্ণ সেই বেশি মর্যাদা পাবেন। কে কত বড় আলেম এর ওপর মর্যাদা কোনোভাবেই নির্ভর করবে না। দেখা গেছে একজন ব্যক্তি খুবই সাধারণ কিন্তু সে আল্লাহকে বেশি ভয় করেছেন। তাহলে তাঁর মর্যাদাও বেশি হবে। মানে আলেমদের শিক্ষার ওপর এসব কখনো নির্ভর করে না। জ্ঞান অর্জন অবশ্যই বিশেষ কিছু কিন্তু জান্নাতের মর্যাদা পেতে বেশি তাকওয়া সম্পূর্ণ হোন।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।