বিবিধ প্রশ্নোত্তর/ফাতাওয়া

মহিলাদের নাক-কান ছিদ্র করা নিয়ে ইসলাম কী বলে?

প্রশ্ন : মহিলাদের নাক-কান ছিদ্র করা নিয়ে ইসলাম কী বলে?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মহিলাদের নাক-কান ছিদ্র করে অংলকার ব্যবহার করার বিষয়টি জায়েজ আছে। এভাবে মহিলাদের সৌন্দর্য বর্ধন করা জায়েজ। এটা নিয়ে কোনো সংশয় নেই। এটা করলে নারীদের সৌন্দর্য নষ্ট ও সৃষ্টিগত কোনো বিকৃতি হয় না। তাই এটি জায়েজ আছে। যদি সৃষ্টিগত কোনো সৌন্দর্য নষ্ট হয় তখন সেটা নারী-পুরুষ কারও জন্যই জায়েজ নেই। আবার নারীদের জন্য সৌন্দর্য বাড়ানোর জন্য নাক-কান ছিদ্র করা জায়েজ হলো পুরুষদের জন্য নই। এটা শুধু নারীদের জন্য। ইসলামে একটা নীতিই আছে—পুরুষ মহিলাদের মতো সাজবে না আবার মহিলারাও পুরুষদের মতো সাজবে না। এটাই মূল কথা।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button