ইহকাল-পরকাল

নারীদের কবর জিয়ারতের বিধান কী?

প্রশ্ন : নারীদের কবর জিয়ারতের বিধান কী?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রাসুল (সা.) মূলত প্রথমে কবর জিয়ারত করা নিষেধ করেছিলেন। পরবর্তীতে যখন দেখা যায় কবর জিয়ারতের উপকার আছে। কারণ কবর জিয়ারত করলে মানুষ আখিরাতমুখী হতে পারে। এ ছাড়া কবর জিয়ারত ব্যক্তির মধ্যে আখিরাতের ভয় সৃষ্টি করতে পারে তখন রাসুল (সা.) জিয়ারতের অনুমোদন দিয়েছেন। আর এই অনুমোধন দেওয়া হয়েছে শুধু পুরুষদের জন্য। অন্য এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, ওই সমস্ত নারীদের প্রতি আল্লাহর অভিশাপ যারা কবর জিয়ারত করে। এতে বুঝা যায়, নারীদের ওপর এর নিষেধাজ্ঞা করা হয়েছে। নারীরা আবেগপ্রবণ। তাদের অন্তর নরম। তারা বিলাপ করে। তাই এসবের জন্য নারীদের কবর জিয়ারতে নিষেধাজ্ঞা দিয়েছেন। তাই নারীদের না করাটাই উত্তম।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

মন্তব্য করুন

Back to top button