হারাম/হালাল

জমি বন্ধক রাখা নিয়ে ইসলাম কী বলে? 

প্রশ্ন : আমাদের চাচা টাকার বিনিময়ে আমাদের কাছে জমি বন্ধক রেখেছেন। সে জমিতে আমরা এখন চাষ করি এবং ফসল আমরাই নিচ্ছি। আমার প্রশ্ন হলো, এভাবে টাকার বিনিময়ে জমি বন্ধক রাখা নিয়ে ইসলাম কী বলে? 

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি আপনার চাচার জমি বন্ধকে নিয়েছেন। কিন্তু, যেভাবে ব্যাখ্যা দিয়েছেন, সেটি আসলে বন্ধক নয়। এটা হলো একটা সুদ লেনদেন। আপনি তাঁকে টাকা দিয়েছেন, বিনিময়ে জমি বন্ধক নিয়েছেন। আর, এ সময়ে আপনি জমি ভোগ করবেন। এটি মূলত সুদে লেনদেন। ঋণের বিপরীতে কোনো কিছুর সুবিধা নেওয়া জায়েজ নেই। যদি ঋণের মাধ্যমে আপনি কোনো না কোনো উপকার পান, মানে অতিরিক্ত যেটা পান, সেটা তো সুদ। সুদ হওয়ার কারণে এটি আপনাদের জন্য হারাম। আপনারা এটা করতে পারেন যে, যে জমি নেবেন, তাতে চাষাবাদ করে দুপক্ষই নেবেন। তাঁর কাছ থেকে এভাবে বর্গা চুক্তি নিতে পারেন। এটি বৈধ ব্যাপার। তবে, শুধু অর্থের বিনিময়ে নিজেরা অতিরিক্ত ভোগ করলে তো সেটি সুদ হবে।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আরও দেখুন:  নামাজ পড়া ব্যক্তি যদি সুদ খায় তাদের নিয়ে ইসলাম কী বলে?

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button