হারাম/হালাল
পায়ে হাত দিয়ে সালাম করা নিয়ে ইসলাম কী বলে?
প্রশ্ন : পায়ে হাত দিয়ে সালাম করা নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কারও পায়ে হাত দিয়ে সালাম করা ইসলামি সালাম নয়। ইসলামের রীতি অনুযায়ী সালাম দেওয়া হবে মুখে। এই যে শান্তি কামনা সেটা পুরোপুরি মুখে দেওয়ার নিয়ম। সেক্ষেত্রে পায়ে হাত দিয়ে সালাম দেওয়ার প্রশ্নই আসে না। আপনি যদি পায়ে হাত দিয়ে ইসলামের বিধান বদলাতে চান তাহলে এটি শুধু গুনাহই নয় কবিরা গুনাহ হবে। ইসলামের বিধান নষ্ট করলে আপনার গুনাহ তো হবেই। কারণ এটি বেদআত। সঙ্গে কবিরা গুনাহও হবে। তাই এটিকে বিকৃত করা যাবে না। এই কাজটি পুরোপুরি হারাম। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ইসলামে সালামের একটাই রীতি সেটা হলো মুখে সালাম দেওয়া। ইসলামে পায়ে ধরে সালাম দেওয়া বৈধ নয়।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।