ইহকাল-পরকাল
কবরে প্রতিটি মানুষকে মাটি চাপ দেবে—কথাটি কি সঠিক?

প্রশ্ন : কবরে প্রতিটি মানুষকে মাটি চাপ দেবে—কথাটি কি সঠিক?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানতে চেয়েছেন, কবরে প্রতিটি মানুষকে মাটি চাপ দেবে কথাটি হাদিসে আছে কি না! রাসুল (সা.) এর একটি সহীহ হাদিসে এসেছে। ওই হাদিসে বলা হয়েছে, কবরের একটি চাপ আছে, যেটা কবরের প্রতিটি মানুষের সঙ্গেই হবে। তবে ঈমানদার ব্যক্তিদের জন্য সেই চাপ হালকা হবে আর পাপীদের জন্য এই চাপ ভয়ংকর হবে। এ প্রশ্নগুলো আসলে অদৃশ্য। এগুলো উপলব্ধি করা বা ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু রাসুল (সা.) আমাদের তথ্যগুলো দিয়েছেন যাদে আমরা যথাযথ প্রস্তুতি নিতে পারি। কিন্তু এগুলো নিয়ে অনেক বেশি গবেষণা করা বা আলোচনা করা এসব কাজ ঈমানের পরিপন্থি। এর প্রকৃতি বা কেমন এসব নিয়ে বেশি গভীরে যাওয়ার দরকার নেই।
প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।