ইহকাল-পরকাল
মৃত্যুর কষ্ট দূর করার আমল কী?
প্রশ্ন : মৃত্যুর কষ্ট দূর করার আমল কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মৃত্যুর কষ্ট দূর করার জন্য ঈমানদার ব্যক্তিদের কাজ হচ্ছে নিজের ঈমানকে মুনাফিকি থেকে মুক্ত করবেন। তখন ঈমানদার ব্যক্তি সহজভাবে মৃত্যু লাভ করবে। দ্বিতীয়ত হচ্ছে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এবং মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করা উচিত। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে তখন সেটা সহজ হবে। এই কাজগুলো করলে প্রস্তুতি নেওয়া যায়। এ ছাড়া রাসুল (সা.) কিছু যিকির-আযকার দিয়েছেন। এইগুলো হলো দোয়া। কিন্তু আমাদের সমাজের অনেকে মনে করেন, এসব দোয়া পড়লেই বুঝি সহজ মৃত্যু হবে। না ব্যাপারটা তেমন নয়। আপনার ঈমান ঠিক রাখার পাশাপাশি আপনাকে দোয়া করতে হবে।
প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।